ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-২: প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫৫, ২৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-২: প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরো পড়ুন:

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

এর আগে, প্রার্থীতা ফিরে পেতে চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিল করায় সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন চেম্বার আদালত।

এর আগে, গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এ সময় প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

এরও আগে, হাইকোর্ট চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন। একইদিন নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়