ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, নড়াইলে বিএনপির ৬ নেতা বহিষ্কার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৭ জানুয়ারি ২০২৬  
স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, নড়াইলে বিএনপির ৬ নেতা বহিষ্কার

নড়াইলে বিভিন্ন পর্যায়ের ছয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ মনিরুল ইসলামকে সমর্থন দেওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকরা। 

আলহাজ মনিরুল ইসলাম নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় সম্প্রতি তাকে বহিষ্কার করে বিএনপি। তিনি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বহিষ্কৃত নেতারা হলেন- নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলাধীন প্রেস বিজ্ঞপ্তিত উল্লেখিত নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়