ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো ডিম নিক্ষেপ, ভুয়া ভুয়া স্লোগান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৭ জানুয়ারি ২০২৬  
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো ডিম নিক্ষেপ, ভুয়া ভুয়া স্লোগান

মঙ্গলবার দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করা হয়।

চার দিনের ব্যবধানে আবারো ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। এ সময় দেওয়া হয় ভুয়া ভুয়া স্লোগান। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। 

আরো পড়ুন:

এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, “হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভেতরে ঢোকার পর দুই পক্ষই উত্তেজনামূলক স্লোগান দেয় এবং নাসীরুদ্দীন ওপর ডিম নিক্ষেপ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। 

এর আগে গত ২৩ জানুয়ারি সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার অভিযোগ ওঠে।

ঢাকা/রায়হান/ইভা  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়