ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের সমাবেশ: মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১০, ২৭ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশ: মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী 

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে তারেক রহমানের সমাবেশে যোগ দিতে যাওয়া শ্রমিক দলের একটি মিছিল।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে একেক করে সমাবেশস্থল ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াই টায় এই মাঠে নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।

আজ বেলা ১২টার পর থেকে নগরের বিভিন্ন অলিগলি থেকে মিছিল নিয়ে বের হন বিএনপির নেতারা। সাড়ে ১২টার দিকে সার্কিট হাউস মাঠে প্রবেশ করে আনন্দমোহন সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারা। পাশাপাশি শ্রমিক দল, জাতীয়তাবাদী আইনজীবী ফেরাম, যুবলদল, ওলামা দল, মহিলা দলের নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা থেকেও নেতাকর্মীরা আসছেন। 

আরো পড়ুন:

মহিলা দলের মিছিলে খালেদা জিয়ার বেশে এক কিশোরী


আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মুন বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাওয়া তারেক রহমানকে ময়মনসিংহের মাটিতে স্বাগত জানাচ্ছি। তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে এ দেশের উন্নয়ন। ফিরে আসবে মানুষের প্রত্যাশীত গণতন্ত্র।”

মহিলা দলের নেতৃত্বে নগরীর নতুন বাজার থেকে একটি মিছিল সার্কিট হাউস মাঠে প্রবেশ করে। 

ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, “বিভিন্ন ইউনিট দুপুর ১২টার পর থেকেই সার্কিট হাউজ মাঠে মিছিল নিয়ে আসতে শুরু করেছে। সমাবেশ জন সমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশ থেকে তারেক রহমান ভোট চাইবেন সাধারণ মানুষের কাছে।”

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়