ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৭ জানুয়ারি ২০২৬  
আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী-সংলগ্ন নাফ নদীতে জেলেদের লক্ষ্য করে গুলি করা হয়। আহত দুজন হলেন—হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।

আরো পড়ুন:

গুলিবিদ্ধ মো. ওবাইদুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন, নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হন। স্থানীয় জেলেরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, সোহেলের বাম পা ও হাতে এবং ওবাইদুল্লাহর মাথায় গুলি লাগে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেছেন, “নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়