আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহত আজাদ।
ঢাকার সাভারের আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসী।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার ছয়তলা এলাকায় তাকে গুলি করা হয়। আহত ব্যবসায়ীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজাদ আশুলিয়ার জামগড়া এলাকার ইউনুসের ছেলে।
আহতের স্বজনরা জানান, দুপুরে আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে যান আজাদ। সেখানে তাকে কেউ গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আজাদকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি পেটে গুলিবিদ্ধ হয়েছেন।”
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাট খতিয়ে দেখা হচ্ছে। এখনো ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু পাওয়া যায়নি।”
ঢাকা/সাব্বির/মাসুদ