ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতপাখার প্রার্থীকে বিজয়ী করলে আল্লাহ শান্তি দেবেন: রেজাউল করিম

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৪, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৪৪, ২৭ জানুয়ারি ২০২৬
হাতপাখার প্রার্থীকে বিজয়ী করলে আল্লাহ শান্তি দেবেন: রেজাউল করিম

জামালপুরের বকশীগঞ্জে সোমবার বিকেলে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।

হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জামালপুরের বকশীগঞ্জে জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি। 

আরো পড়ুন:

আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট চেয়ে রেজাউল করিম বলেন, “স্বাধীনতার পর যাদের মাধ্যমে দেশ পরিচালনা হয়েছিল, তাদের শাসন আমরা দেখেছি। তাই নতুনভাবে উন্নয়নের ফুল ঝুড়ি প্রয়োজন নেই।”

জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর ও বকশীগঞ্জ উপজেলার নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা/শোভন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়