গরম পানি কী চুলের জন্য সত্যিই খারাপ?
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: প্রতীকী
শীতে অনেকেই গরম পানি দিয়ে গোসল করেন। আর ভালো মন্দ বিবেচনা না করে গরম পানি দিয়েই চুল ধুয়ে নেন। কিন্তু চুলের যত্নে পানির তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। গরম পানির যেমন কিছু জাদুকরি উপকারিতা আছে, তেমনি রয়েছে ভয়ংকর কিছু ক্ষতিও।
গরম পানির ভালো দিক
গরম পানি ঠিক যেমন তেল-চর্বিযুক্ত থালাবাসন পরিষ্কার করতে সাহায্য করে, তেমনি স্ক্যাল্প পরিষ্কার করতেও বেশ কার্যকর।গরম পানি স্ক্যাল্পের সিবাম বা প্রাকৃতিক তেল গলিয়ে নরম করে, এতে চুলের গোড়ার ফলিকল শিথিল হয়ে যায়। আর জমে থাকা ময়লা, ধুলাবালি ও অতিরিক্ত তেল সহজে উঠে আসে। গরম ভাপে চুলের বাইরের স্তর বা কিউটিকল খুলে যায়, এর ফলে তেল, হেয়ার মাস্ক চুলের গভীরে ভালোভাবে পৌঁছাতে পারে।
গরম পানির খারাপ দিক
গরম পানির খারাপ দিক হলো স্ক্যাল্পের প্রাকৃতিক তেল সম্পূর্ণ তুলে নেয়। এতে চুল হয়ে যায় শুষ্ক, রুক্ষ ও খড়ের মতো। এ ছাড়া অতিরিক্ত তাপে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়া বাড়ে আর চুল শুকানোর পর দেখায় উষ্কখুষ্ক ও প্রাণহীন।
প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে গরম পানি দিয়ে মাথা ধোয়ার ব্যাপারে রয়েছে কড়া নিষেধাজ্ঞা।আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে—শরীর গরম পানিতে ধোয়া গেলেও, মাথার জন্য সাধারণ তাপমাত্রার পানিই সবচেয়ে নিরাপদ।
সূত্র: হেলথ শর্টস
ঢাকা/লিপি