ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুল পড়া কমাতে ডিমের হেয়ার প্যাক ব্যবহারের নিয়ম জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২৯ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:১৩, ২৯ জানুয়ারি ২০২৬
চুল পড়া কমাতে ডিমের হেয়ার প্যাক ব্যবহারের নিয়ম জেনে নিন

ছবি: প্রতীকী

চুল পড়া, শুষ্কতা ও রুক্ষতা—এই সমস্যাগুলো এখন খুবই সাধারণ। দূষণ, স্ট্রেস ও অনিয়মিত যত্নে চুল হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। তবে ব্যয়বহুল ট্রিটমেন্ট নয়, ঘরোয়া উপায়েই চুলের সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। চুলের যত্নে ডিম হতে পারে সবচেয়ে কার্যকর প্রাকৃতিক সমাধান। প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর ডিম নিয়মিত ব্যবহার করলে চুল হয় মজবুত, নরম ও উজ্জ্বল।

কেন চুলের জন্য ডিম উপকারী?
ডিমে রয়েছে প্রোটিন, বায়োটিন, ভিটামিন এ, ডি ও ই—যা চুলের গোড়া শক্ত করে, ভাঙা চুল কমায় এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক হেয়ার প্যাক হিসেবে ডিম স্ক্যাল্প ও চুল—দুটিরই যত্ন নেয়। চুলের যত্নে ডিম ব্যবহারের উপায় জেনে নিন।

১. শুধু ডিমের হেয়ার প্যাক

ডিম ভালো করে ফেটিয়ে ভেজা চুলে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ বা মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ডিমের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল হবে ঝলমলে ও প্রাণবন্ত।

২. শুষ্ক চুলের জন্য ডিম ও অলিভ অয়েল

একটি ডিমের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগান। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক নিয়মিত ব্যবহার করলে শুষ্ক চুলে আর্দ্রতা ফিরিয়ে আনবে।

৩. চুল পড়া কমাতে ডিম ও টক দই
ডিমের সঙ্গে টক দই মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। চুলের আগাতেও লাগান।২০–৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে স্ক্যাল্প পরিষ্কার রাখে ও চুল পড়া কমাতে সাহায্য করে।

৪. উজ্জ্বল চুলের জন্য ডিম ও মধু
ফেটানো ডিমের সঙ্গে মধু মেশান।চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ডিমের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে নির্জীব চুল হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

৫. মসৃণ চুলের জন্য ডিম ও কলা
ডিম ও পাকা কলা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।চুলে হেয়ার প্যাক হিসেবে লাগান।৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে ডিমের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল হবে নরম ও মসৃণ।

৬. চুলের গোড়া মজবুত করতে ডিম ও নারকেল তেল
ডিমের সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলে লাগান।কিছুক্ষণ পর কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ডিমের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয় এবং ভাঙা চুল কমে।

৭. স্ক্যাল্পের যত্নে ডিম ও অ্যালোভেরা
ফেটানো ডিমের সঙ্গে অ্যালোভেরা জেল মেশান। চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ডিমের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে স্ক্যাল্প ঠান্ডা রাখে ও চুলে স্বাস্থ্যোজ্জ্বল ভাব আনে।

ডিমের হেয়ার প্যাক ব্যবহারের সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন

  • ডিম ধোয়ার সময় গরম পানি ব্যবহার করবেন না
  • সপ্তাহে ১–২ বারের বেশি ব্যবহারের দরকার নেই

নিয়মিত ও সঠিকভাবে ডিমের হেয়ার প্যাক ব্যবহার করলে চুল পড়া কমে, চুল হয় মজবুত ও উজ্জ্বল। প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে ডিম হতে পারে সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়