এনসিপি নেতা আরিফুল ইসলামের ওপর হামলার অভিযোগ
ঢাকা-১৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় গণসংযোগকালে আরিফুল ইসলামের ওপর হামলা করা হয় বলে জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
তিনি বলেন, “ডুমনি বাজার এলাকায় ঢাকা ১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। আজ সকালে তিনি ওই এলাকায় গণসংযোগে গিয়েছিলেন।”
এছাড়া, আদিব তার ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, বিএনপির লোকজন তার ওপর হামলা করেছেন।
তিনি বলেন, “আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে, তবু প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।”
এ ঘটনার দুপুর সাড়ে ১২টায় উত্তরা বিএনএস সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে।
ঢাকা/রায়হান/ইভা