ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২৬ জানুয়ারি ২০২৬  
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু

সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

ইসি সচিব বলেন, “অভ্যন্তরীণ (ইন-কান্ট্রি) পোস্টাল ভোটের ব্যালট আজ থেকে বিতরণ শুরু হয়েছে। এটি পাবেন নির্বাচনি দায়িত্বে থাকা সরকারি কর্মচারী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি ও আইনি হেফাজতে থাকা ভোটাররা।”

এর আগে ইসি সচিব জানিয়েছিলেন,দেশের অভ্যন্তরে যেসব ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের জন্য পাঠানো ব্যালটগুলো হবে প্রচলিত ব্যালটের মতোই আসনভিত্তিক। এতে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক অন্তর্ভুক্ত থাকবে।

ইসির তথ্য অনুযায়ী, দেশে ও প্রবাসে পোস্টাল ভোট দেওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন। এর মধ্যে দেশের অভ্যন্তর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন। এদের মধ্যে আইনি হেফাজতে থাকা ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন। অন্যদিকে প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।

এরইমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রতীক বরাদ্দের দিন ২১ জানুয়ারি থেকে তারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা ফেরত পাঠাতে পারছেন।

প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের ১১৯টি প্রতীকের ছবি রয়েছে, তবে কোনো দল বা প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

ঢাকা/এসএম/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়