ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীপুরে ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নিরাপত্তা প্রহরীর

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৬ জানুয়ারি ২০২৬  
শ্রীপুরে ময়লার গাড়ির চাপায় প্রাণ গেল নিরাপত্তা প্রহরীর

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ময়লার গাড়ির চাপায় জসিম আহম্মেদ (৪৪) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড সংলগ্ন নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানা চত্বরে দুর্ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত জসিম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং সিরাজুল হকের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ সূত্র জানায়, একটি ময়লার গাড়ি বর্জ্য সংগ্রহের জন্য কারখানার ভেতরে প্রবেশ করছিল। এ সময় ১ নম্বর গেটের উত্তর পাশে দায়িত্ব পালনরত নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদ গাড়িটির ধাক্কায় পড়ে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে প্রশাসন বিভাগের ব্যবস্থাপক ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনার পর পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়