ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
ঠাকুরগাঁওয়ে মৃদু মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিট ৪৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও জেলার আটঘরিয়া বাজার এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ঢাকা থেকে প্রায় ৩৩১ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪। প্রাথমিকভাবে এ ঘটনায় কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সর্বশেষ ২৬ ডিসেম্বর দেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ৩. ৯ মাত্রার ওই ভূম্পিকম্পের উত্তপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৮৯ কিলোমিটার দূরে। এছাড়া, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২, ৪, ১১, ১৮ ও ২৬ ডিসেম্বর দেশে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা/ইভা