ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ভোরে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।
সোমবার (৫ ডিসেম্বর) ভোর প্রায় ৪টা ৪৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকোয়েক লিস্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও জেলার কাছে, যা গুয়াহাটির প্রায় ৬১ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার, ফলে এটি শ্যালো ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
শ্যালো গভীরতার কারণে ভূমিকম্পটির কম্পন তুলনামূলকভাবে বেশি এলাকায় অনুভূত হয়েছে। ভারতের আসাম ছাড়াও বাংলাদেশের সিলেট বিভাগ ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানী হয়। এছাড়া, ২২, ২৩ ও ২৬ নভেম্বর, ২ ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা/ইভা