প্রেসিডেন্সিতে যোগ দিলেন বুয়েটের অধ্যাপক আশিকুর রহমান
ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের খ্যাতনামা অধ্যাপক ও গবেষক ড. এ কে এম আশিকুর রহমান অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যোগদান করেছেন। এই সম্মানজনক নিয়োগ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগ ও ইঞ্জিনিয়ারিং স্কুলের একাডেমিক উৎকর্ষতা এবং গবেষণা সক্ষমতা আরো জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অধ্যাপক আশিকুর রহমান শিক্ষকতা, গবেষণা, একাডেমিক নেতৃত্ব এবং জাতীয় পর্যায়ের কনসালটেন্সিতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী। তিনি কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে কম্পিউটিং সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সাইবার সিকিউরিটি, ওয়্যারলেস কমিউনিকেশন ও নেটওয়ার্কিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, এই সব ক্ষেত্রে তিনি আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তার গবেষণা কার্যক্রমের ফল হিসেবে বহু উচ্চমানের আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সে প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা তার বৈশ্বিক একাডেমিক অবস্থানকে সুদৃঢ় করেছে।
গবেষণার পাশাপাশি তিনি বুয়েটের সিএসই বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংকের প্রকল্পসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে সম্পৃক্ত ছিলেন এবং বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নীতি প্রণয়ন, অ্যাক্রেডিটেশন ও কনসালটেন্সি কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে অধ্যাপক আশিকুর রহমান উচ্চতর পাঠদান, কারিকুলাম উন্নয়ন এবং গবেষণা সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তার সম্পৃক্ততা সিএসই বিভাগের গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টি করবে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে, অধ্যাপক আশিকুর রহমানের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশে সিএসই ও ইঞ্জিনিয়ারিং শিক্ষায় উৎকর্ষ কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো সুদৃঢ় করবে।-বিজ্ঞপ্তি
ঢাকা/জান্নাত