অস্ট্রেলিয়াজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
অস্ট্রেলিয়ার বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। চরম আবহাওয়ার এই সতর্কতা এমন সময়ে এলো, যখন দেশটির জনগণ জাতীয় দিবস ‘অস্ট্রেলিয়া ডে’ উদযাপন করছেন।
সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুারোর তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশটিতে তাপমাত্রা সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। বিশেষ করে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্যগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া ব্যুরো জানায়, গত রবিবার (২৫ জানুয়ারি) দক্ষিণ অস্ট্রেলিয়ায় তাপমাত্রা সর্বোচ্চ ৪৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি কিছু অঞ্চলে দাবানলের ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় দিবস ‘অস্ট্রেলিয়া ডে’ ২৬ জানুয়ারি উদযাপন করা হয়ে থাকে। ১৭৮৮ সালের এই দিনে সিডনি কোভে প্রথম ব্রিটিশ নৌবহরের আগমনের মাধ্যমে দেশটিতে ঔপনিবেশিক যুগের সূচনা হয়েছিল।
এ বছর তাপামাত্রা জনিত উদ্বেগের কারণে জাতীয় দিবসের কিছু উদযাপন বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, অ্যাডিলেডে চরম তাপমাত্রার পূর্বাভাসের কারণে অস্ট্রেলিয়া ডে-র প্যারেড ও লাইট শো বাতিল করা হয়েছে।আয়োজকদের মতে, “এটি কমিউনিটি, পারফর্মার এবং অংশীদারদের জন্য অত্যন্ত হতাশাজনক হলেও, জননিরাপত্তা এবং সুস্থতাকে অবশ্যই সবার আগে প্রাধান্য দিতে হবে।”
ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া ছাড়াও নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া, নর্দার্ন টেরিটরি এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কবার্তাগুলোর অনেকগুলোই আগামী বুধবার (২৮ জানুয়ারি) পর্যন্ত কার্যকর থাকবে।
ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার টিম উইবুশ সংবাদমাধ্যম এবিসি-কে বলেন, “আমরা ভিক্টোরিয়াতে প্রায় ২০ বছর ধরে এমন তাপপ্রবাহের পরিস্থিতি দেখিনি। এর আগে ২০০৯ সালে ভয়াবহ তাপপ্রবাহের সময় আমরা এই ধরনের পরিস্থিতি দেখেছিলাম। তাই আমরা ভিক্টোরিয়ার সকল বাসিন্দাদের জানাচ্ছি যে, এটি আবহাওয়ার একটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি।”
সোমবার (২৬ জানুয়ারি) আবহাওয়া ব্যুরো দক্ষিণ অস্ট্রেলিয়ার কিছু অংশে ও দক্ষিণ-পশ্চিম ভিক্টোরিয়ার বেশিরভাগ এলাকায় দাবানলের ঝুঁকির সতর্কতা জারি করেছে। প্রচণ্ড গরম এবং শুষ্ক আবহাওয়ার সঙ্গে দমকা হাওয়া এই ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। ভিক্টোরিয়ার দমকলকর্মীরা বর্তমানে রাজ্যের বেশ কয়েকটি স্থানে আগুন নেভানোর কাজ করছেন, যার ফলে অনেককে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া ব্যুরো মানুষজনকে ঘরবাড়ি, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার বা শপিং সেন্টারের মতো ঠান্ডা জায়গায় থাকার পরামর্শ দিয়েছে। এছাড়াও, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে জানালা বন্ধ রাখা ও পর্দা টেনে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা/ফিরোজ