সব লড়াই আমার জন্য নয়: স্বস্তিকা
স্বস্তিকা মুখার্জি
প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করেছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ‘কালীপটকা’ শিরোনামের সিরিজটি নির্মাণ করেছেন অভিরূপ ঘোষ। গত ২৩ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে এটি। মুক্তির আগেই সিরিজটির টাইটেল ট্র্যাক আলোচনার জন্ম দেয়।
সিরিজটিতে নারীর জীবন, লড়াই, প্রতিবাদ এবং শক্তিকে কেন্দ্র করে সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে। এখানে নারী চরিত্রগুলো শুধু আবেগপ্রবণ বা দুর্বল নয়, বরং তারা শক্তিশালী, সিদ্ধান্তপ্রবণ এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। স্বস্তিকা মুখার্জির চরিত্রটি সেই শক্তির প্রধান প্রতীক।
এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন স্বস্তিকা মুখার্জি। তার কাছে জানতে চাওয়া হয়, এমন গল্পে অভিনয় করতে রাজি হলেন কেন? এ প্রশ্নের উত্তরে স্বস্তিকা মুখার্জি বলেন, “দুঃখজনক হলেও সত্যি, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রে আমাকে কেউ কখনো ভাবেননি। আমি যে কথার কথা বলি না, সেটা হয়তো এতদিনে সবাই জেনে গিয়েছে।”
খানিকটা ব্যাখ্যা করে স্বস্তিকা মুখার্জি বলেন, “এই চরিত্রটা যখন আমার কাছে আসে, আমি নিজেই বারবার ক্রস-চেক করেছি—সত্যিই কি চরিত্রটির জন্য আমাকেই দরকার? যখন রাজি হলাম, তখন অভিরূপকে একটা শর্ত দিয়ে বলেছিলাম, ‘সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো সিলেক্ট করা হয়, তাহলে আমি এই কাজটা করব না।”
বর্তমানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া-না পাওয়া নিয়ে নানা টানাপড়েন চলছে। এ প্রসঙ্গে স্বস্তিকা মুখার্জি বলেন, “শুনুন, কিছুই চোখ এড়ায় না। জীবনে একটা কথা বুঝেছি—সব লড়াই আমার নয়। ‘শিবপুর’ সিনেমা নিয়ে যখন এত হুমকি আর হেনস্তার মুখোমুখী হলাম, তখন ইন্ডাস্ট্রির একটা লোকও আমার পাশে দাঁড়াননি। তাই আমি শিখে গিয়েছি, কোথায় কতটা বলতে হবে। আমি কোনো লবিতে নেই, আগামীতেও থাকব না। চারদিকে যা হচ্ছে, তা দেখছি আর হাসছি।”
এ সিরিজে স্বস্তিকার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শ্রুতি দাস, হিমিকা বসু। স্বস্তিকার সঙ্গে কাজ করে তারাও তার ভূয়সী প্রশংসা করেছেন। ইতোমধ্যে দর্শকরাও সিরিজটির প্রশংসা করছেন। আইএমডিবি সিরিজটির রেটিং দিয়েছে ৭.৯।
ঢাকা/শান্ত