ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরপুরে দাঁড়িয়ে আমিনুলের প্রশ্ন, ‘আমাকে কী দেখে মনে হচ্ছে দেশের বাইরে আছি?’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৩৬, ২৬ জানুয়ারি ২০২৬
মিরপুরে দাঁড়িয়ে আমিনুলের প্রশ্ন, ‘আমাকে কী দেখে মনে হচ্ছে দেশের বাইরে আছি?’

রাতভর গুঞ্জন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম দেশ ছেড়েছেন। গণমাধ্যমেও খবর প্রকাশ করা হয়েছে। চরম অনিশ্চয়তার মধ্যে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন তা ফলাও করে প্রকাশ করা হয়। ওয়ান ওয়ে টিকিট কেটে, জাতীয় নির্বাচনের অনিশ্চয়তা মাথায় নিয়ে, ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় থেকে আমিনুল চলে গেছেন। দেশের ক্রিকেট যখন খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে তখন তার হঠাৎ প্রস্থান নানা প্রশ্নের তৈরি করছিল।

কিন্তু তেমন কিছু হয়নি। আমিনুল ইসলাম বুলবুলকে সোমবার (২৬ জানুয়ারি) সকালেই দেখা গেল মিরপুর শের-ই-বাংলায়। সাত সকালে মিরপুরে হাজির হয়ে কোচদের একটি ট্রেনিংয়ে যোগ দেন। পরবর্তীতে সেখান থেকে চলে যান নিজের কার্যালয়ে।

আরো পড়ুন:

যাওয়ার সময় গণমাধ্যম থেকে জানতে চাওয়া হয়, ‘‘আপনি দেশ ছেড়ে চলে গেছেন।’’

আমিনুলের উত্তর আসে, ‘‘আমাকে দেখে কী মনে হচ্ছে আমি দেশের বাইরে? অনেক রকম (কথা) আসবে। অনেক কিছু হবে। আপনারা তো দেখছেন আমি কোথায় আছি।’’

গতকাল ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র রাতে নিশ্চিত করে আমিনুল ইসলাম দেশের বাইরে গেছেন। কেউ কেউ আবার কিছুই জানেন না জানিয়েছেন। সরাসরি কেউই আমিনুলের দেশে থাকা কিংবা বাইরে যাওয়া নিয়ে ব‌্যাখ‌্যা দিতে রাজী হননি। রাইজিংবিডির পক্ষ থেকে একাধিকবার আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি কোনো উত্তর দেননি।

তবে স্টার প্লে’র কাছে আমিনুল নিজেও অস্বীকার করেছেন তিনি কোথাও যাচ্ছেন না। বিসিবিতে কর্মব‌্যস্ত সময় কাটাচ্ছেন, ‘‘আজ (গতকাল) সারাদিন অফিসে কাজ করেছি। কালকেও (আজও) করবো। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে তো যেতেই পারি। কিন্তু এমন ছিল না কখনোই। আর ওইটা তো আমার ব‌্যক্তিগত ব‌্যাপার। ব‌্যক্তিগত ব‌্যাপারে…আমি চাচ্ছি না নতুন করে এটা নিয়ে কথা উঠুক। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের বেশ কিছু ব‌্যক্তিগত কাজ আছে সেগুলো করছি।’’

আপাতত আমিনুল দেশেই থাকবেন বলে খবর। মিরপুরেই তিনি বলেছেন, ‘‘দেশেই আছি। যাওয়ার সময় দেখবেন।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়