ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্যাশনের ব্যাপারে আমি সবসময়ই সচেতন: মিশা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:১৯, ২৭ জানুয়ারি ২০২৬
ফ্যাশনের ব্যাপারে আমি সবসময়ই সচেতন: মিশা

ঢাকাই সিনেমার দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। আট শতাধিক চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে এই অভিনেতার। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দাপটের সঙ্গে দিচ্ছেন। চলচ্চিত্রের ব্যস্তার মাঝেও ফ্যাশন ব্র্যান্ড সিগনেচার লাইফস্টাইলের শোরুম উদ্বোধন করলেন তিনি। 

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর উত্তরায় চালু হয়েছে লাইফস্টাইল ব্র্যান্ডটি। এ সময় মিশা সওদাগর বলেন, “বিভিন্ন ব্র্যান্ডের ওপেনিংয়ের জন্য নিয়মিত প্রস্তাব পাই। তবে সে সবে এখন পর্যন্ত আগ্রহ তৈরি হয়নি। এবারই প্রথম সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের ওপেনিং করলাম। কারণ হচ্ছে, দর্শক আমাকে বিশ্বাস করেন। তেমনি আমিও সিগনেচার লাইফস্টাইলকে বিশ্বাস করি। এর স্বত্বাধিকারী রিপন আহমেদ সাকিব ও লাইলা আহমেদের চিন্তা-চেতনা ভালো। যে কারণে আগ্রহ প্রকাশ করি। সিগনেচার লাইফস্টাইল ব্যবসায় স্বচ্ছ। তারা সততা দিয়ে ব্যবসা করে। চলমান সংস্কৃতি নিয়ে কাজ করে। দামও নাগালের মধ্যে। কম টাকায় ব্র্যান্ডের জিনিস দিচ্ছে। ফ্যাশনের ব্যাপারে সবসময় আমি সচেতন। প্রতিষ্ঠানটির নতুন পথচলায় শুভকামনা রইল।” 

আরো পড়ুন:

সিগনেচার লাইফস্টাইলের সিইও লাইলা আহমেদ বলেন, “আমাদের পণ্যের দাম হাতের নাগালে। এখানে সব ধরনের পোশাক পাওয়া যাবে। কম টাকায় ভালো জিনিস দিচ্ছি। শুভ সূচনা উপলক্ষে বিশেষ ছাড় চলছে।” 

এদিকে, রাজনৈতিক কারণে লম্বা সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিশা বলেন, “সাকিবকে দেশে আরো আগেই ফেরানো উচিত ছিল।” 

যোগ করে মিশা সওদাগর বলেন, “যারা সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলবে এবং রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে তখন সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। যাদের মেধা আছে তারা জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না।” 

এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়ার কারণে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘ধিক্কার’ জানিয়েছিলেন মিশা সওদাগর।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়