ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশু নির্যাতনের ভয়াবহ মানসিক ক্ষত নিয়ে জয়ার ‘ওসিডি’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৭ জানুয়ারি ২০২৬  
শিশু নির্যাতনের ভয়াবহ মানসিক ক্ষত নিয়ে জয়ার ‘ওসিডি’

জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছেন। গত বছরজুড়ে তার অভিনীত একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’। 

এবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় জয়ার নতুন সিনেমা ‘ওসিডি’। সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমাটি আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। সামাজিক মাধ্যমে ট্রেইলারটি শেয়ার করে এক বাক্যে গল্পের ইঙ্গিত দেন জয়া আহসান। তিনি লেখেন, “পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের নীলনকশা।” 

আরো পড়ুন:

ট্রেইলার দেখলেই স্পষ্ট হয়, শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবই ‘ওসিডি’ সিনেমার মূল উপজীব্য। শৈশবে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতা কীভাবে একজন মানুষের পুরো জীবনকে বিপর্যস্ত করে দিতে পারে, সেই স্মৃতি কীভাবে লিঙ্গ নির্বিশেষে সারাজীবন তাড়া করে বেড়ায় এবং ধীরে ধীরে প্রতিশোধস্পৃহ কিংবা অপরাধপ্রবণতার দিকে ঠেলে দেয়। ট্রেইলারের প্রতিটি দৃশ্যে সেই ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে। 

‘ওসিডি’ সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামে এক চিকিৎসকের চরিত্রে। অতীতের ধূসর ছায়া যেন তার পুরো জীবনজুড়ে লেপ্টে আছে। মনের গভীরে জমে থাকা অন্ধকার তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। একসময় তার অতীত সম্পর্কে এক রোগী জেনে যাওয়ার পর শ্বেতার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরুদ্ধাচরণ করে, তাদের প্রতি ক্রমশ বিতৃষ্ণ হয়ে ওঠে সে। শেষ পর্যন্ত শ্বেতার পরিণতি কী, তার উত্তর মিলবে ‘ওসিডি’ সিনেমায়। 

এর আগে সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক সৌকর্য ঘোষাল বলেন, “ওসিডি’ একটি সাইকোলজিক্যাল ড্রামা। শুধু থ্রিলার হয়ে ওঠাই এই সিনেমার লক্ষ্য নয়। এটি আমার কাছে এক ধরনের প্রতিবাদ। সমাজে এমন অসংখ্য শিশুকে দেখেছি, যারা নির্যাতনের শিকার হলেও ভয়, অবিশ্বাস কিংবা পরিবারের নীরবতার কারণে মুখ খুলতে পারেনি। ফলে অপরাধীরা সহজেই পার পেয়ে গেছে। সেই শিশুরা সারাজীবন বয়ে বেড়িয়েছে এক অসমাপ্ত আর্তনাদ।” 

২০২১ সালে ‘ওসিডি’ সিনেমার দৃশ্যধারণ শুরু হয়। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর দীর্ঘ অপেক্ষা, অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

জয়া আহসান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসূয়া মজুমদার, কনীনিকা ব্যানার্জি প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়