যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ শীতকালীন ঝড় চলছে। এতে অন্তত ২৩ নিহত হয়েছেন এবং ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-অ্যারাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৮ কোটি মানুষ বর্তমানে শীতকালীন ঝড়ের সতর্কবার্তার অধীনে রয়েছেন। ‘প্রাণহানি ঘটাতে সক্ষম’ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে স্কুল ও রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। ১৩ হাজারেরও বেশি ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
একাধিক অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। লুইজিয়ানা, টেক্সাস, টেনিসি ও কানসাসে ঝড় সংশ্লিষ্ট অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ অঙ্গরাজ্যেগুলোতে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও এখনো ৫ লাখ ৫০ হাজারেও বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
মার্কিন আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ব্যাপক তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফশীতল বৃষ্টির সঙ্গে হাড়কাঁপানো ঠাণ্ডা আবহাওয়া আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্টোরেলি জানান, পুরু বরফের স্তর খুব সহজে গলবে না, যা উদ্ধার তৎপরতাকে বাধাগ্রস্ত করবে।
যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হচ্ছে বলে জানিয়েছেন মেয়র মুরিয়েল বাউজার।
মার্কিন আবহাওয়াবিদরা আগামী ফেব্রুয়ারির শুরু পর্যন্ত এই বিপজ্জনক ঠান্ডা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ।
ঢাকা/ফিরোজ