ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদ চমক, তৌসিফের সঙ্গী তিশা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৫৯, ২৭ জানুয়ারি ২০২৬
ঈদ চমক, তৌসিফের সঙ্গী তিশা

তৌসিফ মাহবুব, তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তানজিন তিশা। অনেক নাটকেই তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। বিজ্ঞাপনেও দেখা গেছে তাদের। ঈদুল ফিতরে চমক হিসেবে জুটি বাঁধছেন তৌসিফ-তিশা। 

সম্প্রতি দুজনেই যোগ দিয়েছেন দেশের স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। প্রচারেও অংশ নিচ্ছেন তারা। তারই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ হলিডে ইন হোটেলে প্রতিষ্ঠানটির আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন তৌসিফ ও তিশা।  

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও এ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম। ঈদুল ফিতরকে আরো স্টাইলিশ ও আনন্দময় করতে নতুন কালেকশনের তথ্য তুলে ধরতেই এই আয়োজন। 

ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব অনুভূতি ব্যক্ত করে বলেন, “স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারা আমার জন্য গর্বের। এটি কেবল কোনো চুক্তিভিত্তিক সম্পর্ক নয়; আমি এর মান, সততা ও সম্ভাবনায় বিশ্বাস করি। স্টেপ স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার প্রতিচ্ছবি।” 

তানজিন তিশা বলেন, “স্টেপ ফুটওয়্যার একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশীয় ব্র্যান্ড। প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে এমন একটি ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করতে পারছি।”

আয়োজনে স্টেপ ফুটওয়্যারের ভিশন, ঈদকালীন নতুন কালেকশন, ভবিষ্যৎ পরিকল্পনা ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী কার্যক্রম নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করা হয়।

সংবাদ সম্মেলনের ফাঁকে ফ্রেমবন্দি হন তৌসিফ-তিশা


স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “গ্রাহকদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আমরা এবারের ঈদে নিত্যনতুন ডিজাইনের মানসম্মত, আধুনিক ও ট্রেন্ডি ফুটওয়্যার উপহার দিতে প্রস্তুত। ফ্যাশন এবং স্বাচ্ছন্দ্যের এই সমন্বয় সব বয়সের ক্রেতাদের মন জয় করবে। স্টেপ শুধু একটি ব্র্যান্ড নয়, এটি আস্থা, নির্ভরতা ও স্টাইলের প্রতীক। সেটি বিবেচেনা করেই সময়ের দুই স্টাইলিস্ট তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়