ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল ফটকে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:১৭, ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল ফটকে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ধোঁয়া।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে আসা চারজন সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। 

আরো পড়ুন:

ককটেল বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমার ধারণা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব।”

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সরোয়ার হোসেন বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সন্ত্রাসীদের শনাক্তের জন্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এরিয়ায় পুলিশের টহল জোরদার করা হবে।”

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়