ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা জরুরি: রিজওয়ানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২৮ জানুয়ারি ২০২৬  
ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা জরুরি: রিজওয়ানা

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “বাংলাদেশে ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি।”

তিনি নদী দূষণ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে মত দেন।

আরো পড়ুন:

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর পান্থপথে ওয়ারপো ভবনে ‘গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা গাজীপুরে ইউনিসেফ পরিচালিত ভূগর্ভস্থ পানি গবেষণার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কারিগরি সংস্থার সহায়তায় নতুন নীতি, আইন ও নির্দেশনা প্রণয়নের পরিবর্তে শিল্প, সেচ ও মেগা সিটিতে বিদ্যমান প্রস্তাবিত কার্যক্রমসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি শিল্প খাতে পানি ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, “এ নীতিমালা শুধু শিল্প এলাকায় প্রযোজ্য হবে, সেচ ও গৃহস্থালি পানি সরবরাহ খাতে এটি প্রযোজ্য হবে না।”

ভারপ্রাপ্ত সচিব আজিম আহমেদ বলেন, “ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার জন্য এলাকা ও ব্যবহারকারীভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। সংকটকালে মাঠ পর্যায়ের মানুষের পানি প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আজিম আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের চিফ অব ওয়াশ পিটার ময়েস, সুইডেন অ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন ওয়ারপোর মহাপরিচালক মো. লুৎফুর রহমান।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়