ইরানের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
আবারো ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন ইরানের ওপর যে হামলাটি হবে সেটি হবে সবচেয়ে ভয়াবহ।
পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের আলোচনায় বসার জন্য ইরানকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে, ইরানের ওপর সামরিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে ট্রাম্প এটি করছেন।
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের জন্য যে বিমানবাহী রণতরী পাঠানো হয়েছিল, বর্তমানে মধ্যপ্রাচ্যে পাঠানো রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সেটির চেয়ে বড়। এটি ‘প্রয়োজনে দ্রুত এবং সহিংসতার সাথে তার মিশন সম্পন্ন করতে প্রস্তুত।’
ট্রাম্প বলেছেন, “আশা করি ইরান দ্রুত টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি - কোনো পারমাণবিক অস্ত্র নয় - আলোচনা করবে, যা সকল পক্ষের জন্য মঙ্গলজনক। সময় ফুরিয়ে আসছে, এটি সত্যিই সারমর্ম!”
ট্রুথ স্যোশালে তার পোস্টে ট্রাম্প আরো লিখেছেন, “যেমনটা আমি আগেও ইরানকে বলেছিলাম, একটা চুক্তি কর! তারা তা করেনি এবং ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে ইরানের একটি বড় ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল। পরবর্তী আক্রমণ আরো খারাপ হবে! আবার এমনটা কর না।”
প্রসঙ্গত, ২০২৫ সালের জুনে ইরানের পরমাণু স্থাপনায় হামলার মাধ্যমে অপারেশন মিডনাইট হ্যামার শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ২৫ মিনিটের এই সামরিক অভিযানে মার্কিন বিমানবাহিনী ও মার্কিন নৌবাহিনী একযোগে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।
ঢাকা/শাহেদ