রাউজানে গর্তে পড়ে যাওয়া শিশু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৪৯, ২৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ২০:৫৪, ২৮ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের রাউজানে নলকূপের গর্তে পড়ে যাওয়া ৪ বছরের শিশু মিসবাহকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাউজান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শামসুল আলম এই তথ্য জানিয়েছেন।
এর আগে, বেলা ৩টার দিকে খেলাধুলার একপর্যায়ে শিশুটি নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা প্রথমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে; ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ঢাকা/রেজাউল/রাজীব