ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৮ জানুয়ারি ২০২৬  
রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গতানুগতিক ধারায় বিগত সময়ে কথা দিয়ে কথা রাখেনি যারা তাদের মতো হবো না। আমরা ইতিপূর্বেও কথা রেখেছি, রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি। সামনের দিনেও তা অব্যাহত রাখবো।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি পথযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্ত মঞ্চে সমাবেশে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

আসিফ মাহমুদ বলেন, ‘‘এবার আরেকটি ব্যালটেও ভোট হবে। সেটা হচ্ছে গণভোট। আমরা মনে করি, এবারের মতো ভবিষ্যতেও যদি আপনারা ভোট দিতে চান, বিগত তিনটি নির্বাচনের মতো ভোট থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চান, যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি ঘুষ ছাড়া, মামা-দাদা ছাড়া চাকরি পেতে চান তাহলে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি ব্যাংকে রাখা নিজের টাকার নিরাপত্তা চান তাহলে ‘হ্যাঁ’ ভোট দিন। আদালতে ন্যায় বিচার পেতে চান তাহলে ‘হ্যাঁ’ ভোট দিন। যদি দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে চান তাহলে ‘হ্যাঁ’ ভোট দিন।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা দেখছি একটি দলের নেতারা মা বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যদি তাদের থেকে রক্ষা পেতে চান তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। যারা আমাদের মা বোনদের নিরাপত্তার জন্যে হুমকি এবং দুঃসাহস দেখাবে ১১দলীয় জোট দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের কালো হাত গুঁড়িয়ে দেবে।’’

জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১১ দল মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান, জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। 

ঢাকা/পলাশ//

সর্বশেষ

পাঠকপ্রিয়