বয়স হয়েছে, সম্ভবত এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আমার বয়স হয়ে গেছে। সম্ভবত এটাই আমার শেষ নির্বাচন। উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা যদি আগের মতো পাশে থাকেন, তাহলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।
এ সময় তিনি দেশে শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোট। এই ভোটের মাধ্যমেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—আপনারা কি শান্তি চান, উন্নয়ন চান? দেশে রাস্তাঘাট, স্কুল-কলেজের উন্নয়ন, ছেলে-মেয়েদের চাকরি নিশ্চিত করতে হলে বিএনপিকে ভোট দিতে হবে।’’
জামায়াত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে জামায়াতের নিজামী ও মুজাহিদ মন্ত্রী ছিলেন। তখন তারা আমাদের সাথেই ছিল। এখন তারা বলছে বিএনপি দুর্নীতি করেছে—তাহলে তারা কি ধর্ম গোত্রের যুধিষ্টির ছিল। তাহলে তো তাদেরও দুর্নীতির ভাগ নিতে হবে।’’
বিএনপির আমলে উন্নয়নের চিত্র তুলে ধরে ফখরুল দাবি করেন, “বিএনপি কখনো দুর্নীতি করেনি। বরং আমাদের শাসনামলে কলকারখানা গড়ে উঠেছিল, পোশাক শিল্পে ১৫ লাখ নারী শ্রমিক কাজ করতো। বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিল—যার সুফল আজও দেশ পাচ্ছে।”
“এই ব্যবস্থার কারণেই আজ আমাদের মেয়েরা উচ্চশিক্ষা নিয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে,” বলেন তিনি।
বর্তমান বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আজ দেশে চাকরি নেই। কলকারখানা নির্মাণ করতে হবে। উন্নত কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এগুলো একমাত্র বিএনপিই পারবে।”
“তারেক রহমান ঘোষণা দিয়েছেন—বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এতে আমাদের ছেলে-মেয়েরা কাজ পাবে, নিজের জীবন গড়তে পারবে।”
ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের সরকারের আমলেই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ডিপ টিউবওয়েল স্থাপন করে সেচব্যবস্থার উন্নয়ন করা হয়েছিল। আমরা স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দির নির্মাণ করেছি।”
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রসঙ্গে সংক্ষিপ্ত মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “তারা ভালো করুক। তবে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই—আমার বয়স হয়ে গেছে। সম্ভবত এটাই আমার শেষ নির্বাচন। আপনারা যদি আগের মতো পাশে থাকেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করেন, তাহলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাল্লাহ।”
ঢাকা/হিমেল//