শ্রীপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের শ্রীপুরে মজার খাবার (চকলেট জাতীয়) খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী পশ্চিমপাড়া এলাকা থেকে চার বছরের শিশু রহিমা আক্তার নিখোঁজ হয়। পরে জানা যায়, রোমেলা নামের এক নারী শিশুটিকে মজার খাবার (চকলেট জাতীয়) খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। অভিযুক্ত রোমেলা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের নূর মাহমুদের মেয়ে। তিনি বর্তমানে শ্রীপুরে ভাড়া বাসায় বসবাস থাকেন।
ঘটনার পর শিশুটির বাবা আব্দুল মালেক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এসআই মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত ও অভিযান শুরু করে।
বুধবার (২৮ জানুয়ারি) ভোরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোট সোনাই গ্রাম থেকে অপহৃত শিশু রহিমা আক্তারকে উদ্ধার করা হয়। একই সময় অভিযুক্ত রোমেলাকেও গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, উদ্ধারকৃত শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপে শিশুটি বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/রফিক/জান্নাত