ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে নির্বাচনে পক্ষপাতের অভিযোগে ডিসির পদত্যাগ দাবি

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪০, ২৮ জানুয়ারি ২০২৬
পঞ্চগড়ে নির্বাচনে পক্ষপাতের অভিযোগে ডিসির পদত্যাগ দাবি

নির্বাচনি আচরণবিধি নিয়ন্ত্রণে প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সায়েমুজ্জামানের পদত্যাগ দাবি করেছে ১১ দলীয় জোট।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে কোনো আশ্বাস না পাওয়ায় রাতের দিকে তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবি তোলেন।

আরো পড়ুন:

অবস্থান কর্মসূচির মধ্যেই মাগরিব ও এশার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই নামাজ আদায় করেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় পৌর জামায়াতের আমীর জয়নাল আবেদীন, সেক্রেটারি নাসির উদ্দীন, শিবির নেতা ফজলে রাব্বী, জেলা ছাত্রশক্তির সেক্রেটারি মাজহারুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির প্রার্থী প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালালেও রিটার্নিং কর্মকর্তা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

তাদের মতে, বিএনপির প্রার্থী বিধি বহির্ভূতভাবে ফেস্টুন টানিয়ে প্রচার চালাচ্ছেন। এসব ফেস্টুন অপসারণের জন্য প্রশাসনকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস না পাওয়ায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করা হয়।

সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে সংহতি জানান ১১ দলীয় জোট মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এছাড়া, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিনও কর্মসূচিতে উপস্থিত থেকে সমর্থন জানান।

এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা/নাঈম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়