ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র হামলা করলে নজিরবিহীন প্রতিক্রিয়া দেখানোর হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২৩:২০, ২৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র হামলা করলে নজিরবিহীন প্রতিক্রিয়া দেখানোর হুমকি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির পর ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, তাহলে ইরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা ‘আগে কখনো ঘটেনি।’

বুধবার জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন এই পাল্টা হুমকি দিয়েছে।

আরো পড়ুন:

বুধবার ভোরে ট্রুথ স্যোশালে তার পোস্টে ট্রাম্প লিখেছেন, “যেমনটা আমি আগেও ইরানকে বলেছিলাম, একটা চুক্তি কর! তারা তা করেনি এবং ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে ইরানের একটি বড় ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল। পরবর্তী আক্রমণ আরো খারাপ হবে! আবার এমনটা কর না।”

এর জবাবে ইরান বলেছে, “ইরান পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভিত্তিতে সংলাপের জন্য প্রস্তুত -- কিন্তু যদি তাড়াহুড়ো করা হয়, তাহলে তারা নিজেকে রক্ষা করবে এবং এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যা, আগে কখনো ঘটেনি।”

মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে ইরানি মিশনটি গত দুটি যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হতাহত এবং ব্যয়ের কথাও উল্লেখ করেছে।

ইরানি মিশন বলেছে, “শেষবার যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধে ভুল করেছিল, তখন তারা সাত ট্রিলিয়ন ডলারেরও বেশি নষ্ট করেছিল এবং সাত হাজারেরও বেশি আমেরিকান প্রাণ হারিয়েছিল।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়