শারমিনের ২২ ধাপ উন্নতি, দিলারা এগিয়েছেন ৩৩ ধাপ
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আলো ছড়িয়ে র্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি হয়েছে ক্রিকেটারদের। ব্যাটসম্যানদের মধ্যে শারমিন আক্তার ২২ ধাপ এগিয়েছেন। এছাড়া দিলারা আক্তার এগিয়েছেন ৩৩ ধাপ।
ব্যাটিংয়ে চার ইনিংসে ১৫৬ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান শারমিন আক্তারের। ডানহাতি এই ব্যাটার বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন দুটি হাফ সেঞ্চুরি। ২২ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে আছেন তিনি। তার আগের ক্যারিয়ার সেরা অবস্থান ছিল ৫৬তম।
দিলারা আক্তার প্রথমবার একশজনের মধ্যে ঢুকেছেন। তিনি ৩৩ ধাপ এগিয়েছেন। যৌথভাবে ৭০তম স্থানে আছেন এই ওপেনার। এছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে ৫২তম স্থানে আছেন। ৭০তম স্থানে আছেন এই ওপেনার।
বোলারদের র্যাংকিংয়ে স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন লেগ স্পিনার। ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে। এছাড়া মেঘলার ৬ ধাপ উন্নতি হয়েছে। আছেন ৫৪তম স্থানে।
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিয়ে সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে আইসিসি।
টি-টোয়েন্টিতে র্যাঙ্কিয়ে ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার বেথি মুন। বোলিংয়ে শীর্ষে আছেন তারই সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড।
ঢাকা/ইয়াসিন/বকুল