ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী হেনস্তার প্রতিবাদ

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:০৭, ২৭ জানুয়ারি ২০২৬
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি

সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি প্রথমবারের মতো সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। দেশজুড়ে বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদেরকে হেনস্তা ও তাদের ওপর সহিংস হামলার প্রতিবাদে ওইদিন সকাল সাড়ে ১০টায় এই ‘প্রতিবাদী সমাবেশ’ শুরু হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। দলটির ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “এই সমাবেশেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমাদের মহিলাদের পক্ষ থেকে আরো ব্যাপক কর্মসূচি থাকবে। আর ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা মাঠে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। আপাতত আমরা এই কর্মসূচি ঘোষণা করছি, যাতে সরকার ও প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়।”

সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র দল, যাদের ৪৩ শতাংশ নারী।

তিনি বলেন, “রাজনীতিতে অংশগ্রহণের জন্য আমাদের আরপিও-তে ৩৩ শতাংশ মহিলা থাকার বিধান আছে, একমাত্র জামায়াত সেটা পূরণ করতে পেরেছে। অথচ, অনেকেই মনে করে জামায়াতে ইসলামীতে নারীদের গুরুত্ব কম।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়