ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্যারোলে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ২৩:২০, ২৬ জানুয়ারি ২০২৬
প্যারোলে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

সোমবার নারায়ণগঞ্জ কারাগার থেকে প্যারোলো ফতুল্লায় মায়ের জানাজায় আনা হয় আওয়ামী লীগের কর্মী আরিফ মাহমুদকে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ কর্মী আরিফ মাহমুদ।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়। আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে।

আরো পড়ুন:

এর আগে, সকাল সাড়ে ৮টায় তার মা আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের আবেদনে জেলা ম্যাজিস্ট্রেট আরিফ মাহমুদকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

আরিফ মাহমুদ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে দাবি পুলিশের। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আরিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হন। তখন থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তার মায়ের জানাজা ও দাফন শেষে তাকে কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়