ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লা–১০ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২৬ জানুয়ারি ২০২৬  
কুমিল্লা–১০ আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেলেন মোবাশ্বের

মোবাশ্বের আলম ভূঁইয়া।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কুমিল্লা–১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান প্রতীক বরাদ্দ দেন।

আরো পড়ুন:

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনা এবং বিএনপির দলীয় প্রত্যয়নপত্র যাচাই শেষে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মোবাশ্বের আলম ভূঁইয়া ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শুরুতে বিএনপি একই আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয়।

যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ থাকলেও পরে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিল করে। উচ্চ আদালতেও তার করা রিট খারিজ হওয়ায় ওই সিদ্ধান্ত বহাল থাকে।

অন্যদিকে, দলীয় প্রত্যয়নপত্র না থাকা ও ঋণখেলাপির অভিযোগে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয়। নির্বাচন কমিশনে আপিল নামঞ্জুর হওয়ার পর ১৯ জানুয়ারি তিনি হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত রবিবার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তার মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।

গফুর ভূঁইয়ার প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হওয়ার দিনই বিএনপির পক্ষ থেকে মোবাশ্বের আলম ভূঁইয়াকে দলীয় প্রত্যয়নপত্র দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের পর মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘‘দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ন্যায়বিচার পেয়েছি। তবে, দলের সিদ্ধান্তের প্রতি আস্থা ছিল।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়