ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই: শফিকুর

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:২৪, ২৬ জানুয়ারি ২০২৬
আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই: শফিকুর

ঝিনাইদহে জনসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আমরা অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ২৪ এ যেমন বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক তেমনিভাবে ২৬ এও ভোটের মাধ্যমে দেশে বিপ্লব ঘটাতে হবে।’’ 

তিনি আরো বলেন, ‘‘যদি কেউ রাজনৈতিক লেবাস পড়ে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে, তবে তাদের হাতের আঙ্গুল ভেঙে দেওয়া হবে। এ দেশে আর ফ্যাসিবাদ কারো ঘাড়ে ভর করে আসতে দেওয়া হবে না।’’ 

আরো পড়ুন:

জামায়াতের আমির সোমবার (২৬ জানুয়ারি ) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ-২ আসনে জামায়াতের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘‘৫ আগষ্টের পর ঝিনাইদহে নাকি চাঁদার রেট বেড়ে গেছে। যারা চাঁদাবাজি করেন, তাদের লজ্জা হওয়া উচিৎ। কারণ একজন মানুষ খেটে খেটে টাকা উপার্জন করেন, আর আপনারা তাতে ভাগ বসান।’’ চাঁদাবাজদের ভিক্ষার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন, ‘‘চাঁদাবাজি হারাম, কিন্তু ভিক্ষা হারাম নয়।’’ 

জামায়াতের আমির বলেন, ‘‘ফ্যাসিষ্ট সরকারের আমলে সিন্ডিকেট করে চাঁদাবাজি করা হতো। এতে জিনিসপত্রের দাম বেড়ে যেত।’’ 

তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদকে বুকের তাজা রক্ত দিয়ে তাড়িয়েছি। কেউ আবার আসতে চাইলে রুখে দেব। কারণ স্ত্রী তার স্বামী, মা তার সন্তান হারিয়ে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথরকে সরিয়েছে।’’ 

জামায়াতের আমির বলেন, ‘‘আমরা নিজে সম্পদ বৃদ্ধি করবো না, বরং ক্ষমতায় গেলে দেশের জনগনের সম্পদ বৃদ্ধি করব। দেশের টাকা যারা চুরি করেছে, তাদের পেটের মধ্যে হাত ঢুকিয়ে বের করা হবে। দেশে চিরতরে চুরি বন্ধ করা হবে।’’ 

জামায়াতের আমির বলেন, ‘‘ক্ষমতায় গেলে আমরা বেকার ভাতা দিয়ে তাদের অপমাণিত করতে চাই না। শিক্ষিত যুবকদের দক্ষতা ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করে গড়ে তুলে মর্যাদার কার্ড হাতে তুলে দিতে চাই। ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপন, উন্নত চিকিৎসা পদ্ধতি, উন্নত যোগাযোগের জন্য রেললাইন ও জেলার নদী খনন করে বহুমুখী কাজে লাগাতে চাই। জামায়াত ক্ষমতায় আসলে উন্নয়নে কোনো বৈষম্য থাকবে না। ইনসাফ কায়েক করে মানুষের পাশে সর্বক্ষণ থাকব।’’ 

সমাবেশে জেলা জামায়াতের আমির ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-১ আসনের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী আবু তালিবের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঝিনাইদহে নির্বাচনি পথসভাকে ঘিরে সোমবার গোটা শহর জনারোণ্য হয়ে ওঠে। দুপুর থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে জামায়াত কর্মীরা দলে দলে সমাবেশস্থলে এসে পৌছান। অল্প সময়ের মধ্যে স্কুল মাঠটি কানায় কানায় পুর্ণ হয়ে যায়।

ঢাকা/সোহাগ/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়