ঝালমুড়ি বিক্রেতাকে নিয়ে ঠাট্টা, পেঁয়াজ কাটার ছুরির আঘাতে তরুণের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হানিফা ওরফে নয়ন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে হানিফা ওরফে নয়ন (২৬) নামের এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার উচিৎপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে হানিফাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। রবিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হানিফা ভৈরবদী গ্রামের মৃত মোশারফের ছেলে। তিনি উজান গোপান্দিতে একটি স্পিনিং মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী পশ্চিম আতাদী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে এমরান (৪৬) ভৈরবদী গ্রামে ঝালমুড়ি বিক্রি করতে আসেন। এ সময় হানিফাসহ কয়েকজন তার সঙ্গে ঝালমুড়ি বেচাকেনা নিয়ে ঠাট্টা-দুষ্টুমি করলে এমরান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি পেঁয়াজ কাটার ছুরি দিয়ে হানিফার ওপর আঘাত করেন।
ছুরিকাঘাতে হানিফা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এমরান পলাতক আছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানিয়েছেন, ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা/অনিক/রফিক