নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থীকে জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্যক্তিগত গাড়িতে নির্বাচনি পোস্টার লাগিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ার) বিকেলে বন্দরে নির্বাচনি মাঠে নির্বাচনি আচরণবিধি পরিপালন নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (জেএম) খন্দকার শমিত রাজা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, “নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে আমাদের ১৮ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনি দায়িত্ব পালন করছেন। আজ আমাদের একটি টিম অভিযান চালিয়ে বিএনপির প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।”
ঢাকা/অনিক/রফিক