ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৭ জানুয়ারি ২০২৬  
খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড়ে মামুন অর রশিদকে লক্ষ্য করে গুলি করা হয়।

মামুন অর রশিদ খুলনা সদর থানাধীন নতুন বাজার এলাকার আবু বক্করের ছেলে।

রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানিয়েছেন, মামুন অর রশিদ মাছ ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিটি তার বাম কাঁধে বিদ্ধ হয়। স্থানীয়রা গুলির শব্দ শুনে মামুন অর রশিদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়