তিন সেঞ্চুরি, রান উৎসবেও ঘরের মাঠে সিরিজ হার শ্রীলঙ্কার
২০২১ সালের পর ঘরের মাঠে কোনো ওয়ানডে সিরিজ হারেনি শ্রীলঙ্কা। কল্পনাতীত রেকর্ড। সেই রেকর্ড আরো বড় হতে পারত। কিন্তু ইংল্যান্ড থামিয়ে দিল। মঙ্গলবার কলম্বোতে রান উৎসবের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৩ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ।
ইংল্যান্ড আগে ব্যাটিং করতে নেমে জো রুট ও হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৫৭ রান করে। রুট ১০৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ১১১ রান করেন। ব্রুক চার-ছক্কা বৃষ্টি নামান ২২ গজে। মাত্র ৬৬ বলে ১৩৬ রান করেন ১১ চার ও ৯ ছক্কায়। তাতে রানের পাহাড় গড়ে ইংলিশরা।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কার হয়ে অভিষেক সেঞ্চুরি হাঁকান পাভান রাতনায়েকে। এ ছাড়া ফিফটি করেন পাথুন নিশাঙ্কা। বাকিরা কেউ অবদান রাখতে না পারায় ৩০৪ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। তারা অলআউট হয় ৪৬.৪ ওভারে।
বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি ৩ ক্যাচ নিয়ে হ্যারি ব্রুক প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। ২৪৭ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন জো রুট।
ইংল্যান্ডের ব্যাটিং শুরুটা ভালো ছিল না। বেন ডাকেট (৭) ও রেহান আহমেদ (২৪) দ্রুত আউট হন। ৪০ রানে দুই ওপেনারকে হারানোর পর জো রুট ও জ্যাকব ব্যাথেল ১২৬ রানের জুটি গড়েন। এরপর আর ইংল্যান্ডকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ৭২ বলে ৬৫ রান করে ব্যাথেল আউট হলে শ্রীলঙ্কার বোলাদের কপাল পোড়া শুরু হয়।
উইকেটের চারিপাশে বাউন্ডারির পসরা সাজিয়ে ব্রুক স্রেফ এলোমেলো করে দেন বোলারদের। চতুর্থ উইকেটে রুট ও ব্রুক মাত্র ১১৩ বলে ১৯১ রান করেন। জুটিতে জো রুটের অবদান ৪৭ বলে ৪৬ রান। বাকিটা ব্রুক সামলেছেন। ৪০ বলে ৫০ রানে পৌঁছা ব্রুক পরের ৫০ রান পান ১৭ বলে। ইনিংসের শেষ পর্যন্ত দুজনই অপরাজিত ছিলেন।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে ধনাঞ্জয়া, হাসারাঙ্গা ও ভেনডারসে ১টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় নিশাঙ্কা শুরুতেই ৫০ রান করেন। টপ অর্ডারের বাকি দুই ব্যাটসম্যান কামিল মিশরা (২২) ও কুশল মেন্ডিস (২০) দ্রুত আউট হন।
চারে নেমে পাভান দলকে এগিয়ে নেন। ইংলিশ বোলারদের জবাব দিয়ে অনায়েসে রান তোলেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করেছেন তিনি। মনে হচ্ছিল না নিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন। বাকিরা কেবল উইকেটে গিয়েছেন আর ফিরেছেন। তার উইকেট দিয়েই শ্রীলঙ্কার ইনিংসের শেষ হয়। ১১৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ১২১ রান করেন পাভান। ম্যাচ শেষে মুখে তার হাসি না থাকলেও প্রথম সেঞ্চুরি নিশ্চিতভাবেই উপভোগ করেছেন তিনি।
বল হাতে ইংল্যান্ডের হয়ে ওভারটন, ডসন, জ্যাকস ও রশিদ ২টি করে উইকেট নেন।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল এখন টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাল্লেকেল্লেতে শুরু হবে ৩০ জানুয়ারি।