ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২৯ জানুয়ারি ২০২৬  
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। সাধারণ জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই প্রধান লক্ষ্য।

আরো পড়ুন:

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) মোতায়েন কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বিজিবির ১২টি প্লাটুন দায়িত্ব পালন করছে।

নির্বাচনকালীন যেকোনো সহিংসতা, নাশকতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। ভোটগ্রহণের আগে থেকে শুরু করে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে টহল, নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, নির্বাচন সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে এবং দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে।

ঢাকা/পলাশ/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়