ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্রব্যমূল্যের চাপে পে-স্কেল দাবি বেরোবির কর্মচারীদের

‎বেরোবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২৮ জানুয়ারি ২০২৬  
দ্রব্যমূল্যের চাপে পে-স্কেল দাবি বেরোবির কর্মচারীদের

সরকারের নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারীরা।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মচারীরা অংশ নেন।

আরো পড়ুন:

মানববন্ধনে কর্মচারীরা বলেন, নবম পে-স্কেল এখনই বাস্তবায়ন করতে হবে। এটি তাদের পেটের অধিকার। বর্তমান বেতনে পরিবার পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে পড়েছে। তাই সরকারের কাছে দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নিয়ে হিরো নামে এক কর্মচারী অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে বলেন, “আগে চালের কেজি ছিল ৪০ টাকা, এখন তা বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে। বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো অত্যন্ত দুষ্কর। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মনু বলেন, “২০০৯ সালের দ্রব্যমূল্য আর বর্তমান দ্রব্যমূল্যের পার্থক্য কতটা, তা সবাই জানেন। পে-স্কেল বাস্তবায়ন হলে আমরা হয়তো বিলাসী জীবনযাপন করতে পারব না, তবে অন্তত ডাল-ভাত খেয়ে বাঁচতে পারব। সরকারের কাছে আমাদের জোর দাবি, জানুয়ারি মাস থেকেই যেন এই পে-স্কেল কার্যকর করা হয়।”

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়