ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহরণ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:১৮, ২৮ জানুয়ারি ২০২৬
টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহরণ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে ছয়জন কৃষক অপহরণের শিকার হয়েছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে তাদের অপহরণ করা হয়।

আরো পড়ুন:

অপহৃতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ জমির (৩০), শফি আলম (১৫), মোহাম্মদ আলম (২০), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (২৮), মোজাহের (৫৫) ও মোস্তাক (১৫)।

স্থানীয়রা জানায়, ওই ছয়জন কৃষক পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এসময় একদল পাহাড়ি অস্ত্রধারী তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার মিয়া বলেন, ‘‘আমার ছেলে প্রতিদিনের মতো কাজে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে রয়েছি।’’

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, “মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।”

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়