ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা-১

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, জামায়াত ও বিএনপি প্রার্থীকে শোকজ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২৮ জানুয়ারি ২০২৬  
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, জামায়াত ও বিএনপি প্রার্থীকে শোকজ

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এই নোটিশ জারি করে।

আরো পড়ুন:

নির্বাচনি অনুসন্ধান কমিটির সদস্য এবং সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ (আদালত নম্বর ২) নয়ন বিশ্বাস কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শনকালে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান।

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছে, কলারোয়ার তুলশীডাঙ্গা, হেলাতলা, গোপীনাথপুর মোড় ও মুরারিকাটিসহ বিভিন্ন স্থানে প্রার্থীর নির্বাচনি ফেস্টুন গাছ এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়া, ৩০ মাইল মোড়সহ কয়েকটি স্থানে রঙিন ছবি সম্বলিত ব্যানারও টাঙানো দেখা গেছে।

বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কলারোয়ার ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে এবং অন্যান্য স্থানে তার নির্বাচনি ফেস্টুন ও ব্যানার যত্রতত্র গাছের সঙ্গে, বিদ্যুতের খুঁটিতে এবং যানবাহনে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে।

নোটিশে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে না, এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়