সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তাহলে তার প্রতি সম্মান প্রদর্শন ছাড়া ১২ তারিখ পর্যন্ত কিছুই করার নাই। সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি।”
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় ডিম ও ময়লা পানি নিক্ষেপ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি বেয়াদব হই তবে আমি তাই। বাংলাদেশর ১ নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস।”
ঢাকা/রায়হান/ফিরোজ