ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টানা পাঁচ জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫৮, ২৮ জানুয়ারি ২০২৬
টানা পাঁচ জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি।

নারীদের বিশ্বকাপ বাছাই পর্বে বরাবরই হট ফেভারিট বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। এবারো ব্যতিক্রম হয়নি। গ্রুপ পর্বে টানা চার জয়ের পর সুপার সিক্সও জয়ে শুরু; টানা পাঁচ জয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ১৬৫ রান তোলে। জবাব দিতে নেমে থাইল্যান্ড আটকে যায় ১২৬ রানে। ৩৯ রানের জয় পায় বাংলাদেশ।

আরো পড়ুন:

সোবহানা মোস্তারি ও জুয়ায়রিয়া ফেরদৌস বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন। দুজনই টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পেয়েছেন। তাতে বাংলাদেশ লড়াই করার পুঁজি পায়।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। প্রথম দুই ওভারে দুই ব্যাটসম্যান দিলারা আক্তার (০) ও শারমিন আক্তার (১১) আউট হন। সেখান থেকে তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়েন সোবহানা ও জুয়ায়রিয়া। দুজনের শতরানের জুটিতে দল পেয়ে যায় স্বস্তির স্কোর।

৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন জুয়ারিয়া, ৪২ বলে ৫৯ রান করেন সোবহানা। জুয়ায়রিয়া ৪৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। সোবহানা ৪২ বলে ৫৯ রান করেন ৯ চার ও ১ ছক্কায়। শেষ দিকে ৬ বলে ১৫ রান করেন রিতু মনি।

থাই নারীদের হয়ে থিপাচা পুথাওং ২২ রানে ৩ উইকেট নেন। ২টি উইকেট পেয়েছেন অনিচা কামচোম্পু।

লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড প্রথম ওভারে উইকেট হারায়। পেসার মারুফা ওপেনার সুয়ানা খায়োতোকে এলবিডব্লিউ করেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রান জমা করেন নাথাকান চানথাম ও নানাপট কনচারকোকেনাই। এই জুটি ভাঙার পর থাইল‌্যান্ডের আর কোনো জুটি বড় হতে পারেনি।

সর্বোচ্চ ৪৬ রান করেন নাথাকান চানথাম। নানাপট কনচারকোকেনাই করেন ২৯ রান। অধিনায়ক নারুয়েমল চাইওয়াই ৩০ রান করে পরাজয়ের ব‌্যবধান কমান।

বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার ২৫ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন রিতু মনি ও স্বর্ণা আক্তার।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সোবহানা মোস্তারি।

৩০ জানুয়ারি বাংলাদেশের পরের ম্যাচ স্কটল্যান্ড নারীদের বিপক্ষে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়