ঢাকাসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন
ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পিলখানা বিজিবি সদর দপ্তরের পাঁচ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ড এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, “ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় ২৫ প্লাটুন এবং গাজীপুর ও নারায়ণগঞ্জে আরো ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।
ঢাকা/এমআর/ইভা