একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশে উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য অসৎ এবং তারা বাংলাদেশকে চিরস্থায়ীভাবে গোলাম বানিয়ে রাখতে চায়।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সংযম ও ধৈর্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন বিএনপির এই নেতা।
মির্জা আব্বাস বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য অসৎ এবং তারা বাংলাদেশকে চিরস্থায়ীভাবে গোলাম বানিয়ে রাখতে চায় বলে অভিযোগ করেন তিনি। তবে জনগণ এসব ষড়যন্ত্রের জবাব ১২ তারিখে ভোটের মাধ্যমে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না- এমন মন্তব্য করে তিনি প্রতিপক্ষকে ‘শিক্ষা নেওয়ার’ আহ্বান জানান।
তিনি আরো বলেন, যাদের নির্বাচনের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। তাদের কাজ শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলা ও অপপ্রচার চালানো। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও তা অবশ্যই উৎসবমুখর পরিবেশে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই প্রার্থী বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। তিনি বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই আজ নানা ধরনের চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তিনি ব্যক্তিগতভাবে সাতটি নির্বাচনে অংশ নিয়েছেন। ১৯৯১ সালসহ অতীতের নির্বাচনগুলোতে বহু দল অংশগ্রহণ করলেও কোথাও প্রতিপক্ষের ওপর হামলা বা সহিংসতার ঘটনা ঘটেনি। সে সময় নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে মাত্র কয়েকটি দিন ধৈর্য ধরতে হবে। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে বিএনপি পাল্টা প্রতিক্রিয়া দেখাবে না। জনগণই ভোটের মাধ্যমে এর জবাব দেবে।
মির্জা আব্বাস বলেন, সারা দেশে বিএনপির প্রায় ৩০০ প্রার্থী শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কোনো এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা প্রতিহত করবে। শেষ পর্যায়ে তিনি বলেন, আজকের মিছিল থেকেই শিক্ষা নিতে হবে- বিএনপির সামনে বাংলাদেশের কোনো দল টিকে থাকতে পারবে না।
ঢাকা/আলী/ফিরোজ