ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচিত করলে ১ মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:১৪, ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত করলে ১ মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে: আসিফ মাহমুদ

কুমিল্লার দেবিদ্বারে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‍“কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। আপনারা যদি ১১ দলীয় ঐক্য জোটকে ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে ১ মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।”

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে এনসিপির নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে এক মাসের মধ্যে হাদী ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। যারাই ভোট চাইতে আসবেন, তাদের বলবেন, হাদী হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে।” 

তিনি বলেন, “আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ কেমন হবে, তার ভবিষ্যৎ নির্ধারণ হবে। দেবীদ্বার উপজেলা থেকে ১১ জন ভাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জীবন দিয়েছিল। আমরা গত ১৭ বছর নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আরেকটি দল নিপীড়ন শুরু করে দিয়েছে।” 

এনসিপির এই নেতা বলেন, “১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসলে তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চায়। তরুণরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন, তারা কারো দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না। আমরা তরুণদের সম্মানজনক কাজ দিয়ে সম্মানিত করতে চাই। আমরা বারবার বলেছি, ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়া যাবে না। কিন্তু, তারা ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে, ক্ষমতায় আসলে কি করবে তার নমুনা দেখিয়ে দিয়েছে।” 

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “আরেকটি বড় দলের নেতারা উপরে উপরে ভালো কথা বলছে। কিন্তু তাদের এক নেতা নারীদের কাপড় খুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই দলের নেতারা ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থীদের ওপর বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা করছে।”

তিনি বলেন, “গণভোটে’ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করলে আগামীতে আর কেউ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে পারবে না। আর কাউকে অধিকারের জন্য জীবন দিতে হবে না।”

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “একটি দলের চেয়ারম্যান গণভোট ও সংস্কার নিয়ে কোনো কথা বলছেন না। বড় নেতারা ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা মাঠ পর্যায়ে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে।” 

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, “হাসনাত আব্দুল্লাহকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রয়ারি সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে তাকে জাতীয় সংসদে পাঠাব ইনশাআল্লাহ।” 

পথসভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ। 

ঢাকা/রায়হান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়