ঢাকা     বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয় না: রাষ্ট্রদূত 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৮ জানুয়ারি ২০২৬  
বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয় না: রাষ্ট্রদূত 

বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 

তিনি বলেন, “নির্বাচনের ফল নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ। যেকোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।” 

আরো পড়ুন:

বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ফেব্রুয়ারি ১২ তারিখের নির্বাচন নিয়ে ভালো বৈঠক হলো। তিনি আমাকে ফেব্রুয়ারি ১২ তারিখের নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার যে সব নীতি, প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে সে সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করেছেন। আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি এই নির্বাচনগুলোর জন্য এবং সেগুলোর ফল দেখার জন্য সত্যিই আগ্রহী।” 

তিনি আরো বলেন, “আমি আশা করি, এটি সত্যিই একটি উৎসবমুখর নির্বাচনের দিন হবে, যেখানে বাংলাদেশের জনগণ নিজেদের মত প্রকাশ করতে পারবেন এবং আপনারা একটি খুব সফল নির্বাচন সম্পন্ন করবেন।” 

বৈঠকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে আরো ছিলেন- দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়